চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক ব্যাক্তি নিহত হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।গত সোমবার (১২ ডিসেম্বর ২০২২খ্রি.) সকাল সাড়ে ১০ টার সময় রানিহাটী ইউনিয়নের লালাপাড়া মোড়ে ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।নিহত ব্যক্তি হলেন-কানসাট-স্যামপুর এলাকার এরফান আলী (৬০)।আহত ব্যক্তিদের নাম ঠিকানা পরিচয় তৎখনাৎ পাওয়া যায়নি।
লালাপাড়া মোড়ের স্থানীয় প্রত্যক্ষদর্শী নাসিরুল জানান,চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে সোনামসজিদ অভিমূখে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মাহেন্দ্রর (থ্রি হুইলার)।তাতে মাহেন্দ্রে থাকা ড্রাইভার সহ সকলেই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান।
তিনি জানান,চাঁপাইনবাবগঞ্জ -সোনামসজিদ মহাসড়কের রানিহাটী ইউনিয়নের লালাপাড়া মোড়ে ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে মাহেন্দ্রর ৯ যাত্রী আহত হয়।পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে এরফান নামে ১ যাত্রী নিহত হন।অপর ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।নিহতের লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
Authorized ।। mizanur rahman