প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি বার্ষিক নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন আব্দুল ওয়াহেদ প্যানেলের প্রার্থীরা।শনিবার (১০ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা বাজারস্থ এমএম হক আইডিয়াল স্কুলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আব্দুল ওয়াহেদ প্যানেলের প্রার্থী আখতারুল ইসলাম রিমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ০৯ বারের সাবেক সভাপতি ও প্রার্থী মো.আব্দুল ওয়াহেদ,খাইরুল ইসলাম,মসিউল করিম বাবু,আব্দুল আওয়াল, হারুন অর রশিদ।এসময় উপস্থিত ছিলেন,চেম্বার নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের সাধারণ ও সহযোগী গ্রুপের প্রার্থীরা ও জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা।
মতবিনিময় সভায় শান্তিপূর্ণ পরিবেশে আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান বক্তারা।এসময় আব্দুল ওয়াহেদ প্যানেলে ভোট প্রার্থনা করেন প্যানেলের প্রার্থীরা।জেলার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা,ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরিসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব মোজাম্মেল হকের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
Authorized ।। mizanur rahman