রাজধানীর ইসিবি চত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহনের একটি বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।নিহতের নাম কুলসুম বেগম (৬৫)।এ ঘটনায় ওই নারীর সাথে থাকা ৪ বছরের এক শিশু সন্তান গুরুতর আহত হয়েছে।তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বসুমতি বাসটিকে জব্দসহ গাড়ি চালককে আটক করেছে পুলিশ।তবে,তাৎক্ষনিক ভাবে তার নাম জানা যায়নি।
আজ শুক্রবার সকালে ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ দুপুরে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন,শুক্রবার সকাল ১০ টার দিকে ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর বাসষ্ট্যান্ড এলাকা দিয়ে চার বছরের শিশুকে নিয়ে কুলসুম বেগম রাস্তা পারাপার হচ্ছিলেন।এসময় বসুমতি পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে সজোরে তাদের ধাক্কায় দেয়।এসময় তার সাথে থাকা শিশুটি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।বর্তমানে শিশুটি সেখানে ভর্তি আছে।
পুলিশের এ কর্মকর্তা জানান,ঘটনাস্থল থেকে ওই নারীর জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।সেখানে তার নাম কুলসুম বেগম,বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ।ঘটনার পরপরই বসুমতি বাসটিকে জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে।তাকে আগামীকাল শনিবার আদালতে পাঠানো হবে।ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ক্যান্টনমেন্ট থানার সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
Authorized ।। mizanur rahman