চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায়,আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।২০নভেম্বর ২০২২খ্রি.রবিবার বিকেলে উপজেলা হল রুমে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও শিবগঞ্জের জনসাধারণের সাথে জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ’র ডিআইজি মো. আব্দুল বাতেন,বিপিএম,পিপিএম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিবের সভাপতিত্বে সন্মানিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ৪৩-চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসন এর মাননীয় সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ অন্যান্যরা।
Authorized ।। mizanur rahman