গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর প্রেসক্লাবে হুসাইন ইমামের চতুর্থ মৃত্যুবার্ষিকী ও প্রয়াত সকল সাংবাদিকদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাবভবনের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় স্মরণসভায় প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণমুখ’র সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন।
আরও আলোচনা করেন,অধ্যাপক এনামুল হক,অধ্যাপক আবুল হোসেন,গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন,কোষাধ্যক্ষ সাদেক আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন,দপ্তর সম্পাদক এম এ ফরিদ,কার্যনির্বাহী সদস্য এম এ সালাম শান্ত ও সাংবাদিক মাজেদ প্রমুখ।আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক হুসাইন ইমাম সহ গাজীপুরে কর্মরত প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Authorized ।। mizanur rahman