চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।আগামী এক বছরের জন্য নতুন কমিটিতে সভাপতি হিসেবে ডা.সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আশিকুজ্জামান কে মনোনীত করা হয়েছে।সোমবার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি ডা: সাইফ জামান আনন্দ এর আগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক,সহ-সভাপতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়া সাধারণ সম্পাদক মো: আশিকুজ্জামান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি,উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও একই প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সদস্য হিসেবে মো: ইউসুফ আলী,সাব্বির আহমেদ ও সাফিউল ইসলাম স্বজনকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
Authorized ।। mizanur rahman