রাজধানী উত্তরায় একটি বহুতল বাড়িতে বোমা(ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এ ঘটনায় হাবিব নামে এক ব্যক্তি আহত হয়েছেন।পুলিশ ঘটনাস্থল থেকে হাবিব ও শিহাব নামে দুই জনকে আটক করেছে।খবর পেয়ে ডিএমপির বোমা-ডিস্পোজাল ইউনিট এর একটি দল ঘটনাস্থল পরিদর্শক করেন।
আজ দুপুরে উত্তরা পশ্চিম থানার ৫ নাম্বার সেক্টর ৬/এ রোডের ২০ নাম্বার ৬ তলা বাড়ির ৩য় তলায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।আজ বৃহস্পতিবার রাত সোয়া ১০ টায় ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান,আজ শুক্রবার দুপুর সোয়া একটার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৫ নাম্বার সেক্টর ৬/এ রোডের ২০ নাম্বার ৬ তলা বাড়ির ৩য় তলায় একটি ফ্লাটে হঠাৎ করে বোমা ককটেল (বিস্ফোরণ) ঘটনা ঘটে।পরে খবর পেয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো বাড়িটি ঘিরে রাখে।
ওসি মোঃ মহসীন আরও জানান,পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা (ককটেল) ছয়টি বিস্ফোরিত বোমার যন্ত্রনাংশ সহ বিভিন্ন আলামত জব্দ করেছে।এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাবিব ও শিহাব নামে দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে।তাদেরকে ব্যাপক জিঞ্জাবাদ করা হচ্ছে।পুলিশ বলছে,অভিযানটি দুপুর দেড়টায় শুরু হয়ে রাত সাড়ে ১০ টা পর্যন্ত চলে।এই ফ্লাটটি ফ্যাশন ভিলেজ নামে একটি বায়িং হাউজ ছিল।শিহাব এখানে সব সময় থাকেন।ককটেল বিস্ফোরণের সময় হাবিব আহত হয়।
এদিকে,শুক্রবার রাতে ঘটনাস্হলে থাকা উত্তরা পশ্চিম থানার (ওসি) অপারেশন পার্থ প্রতীক ভ্রমচার্য্য বিষয়টি নিশ্চিত করে বলেন,তদন্তের পর এই ব্যাপারে বিস্তারিত বলা যাবে।
Authorized ।। mizanur rahman