একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন,সমরজিৎ রায় চৌধুরী আজীবন নিরীক্ষাধর্মী ও সৃজনশীল সুকুমার শিল্পচর্চায় নিয়োজিত ছিলেন।তাঁর মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতিতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
উল্লেখ্য,খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী(৮৫) আজ রবিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি হৃদরোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
Authorized ।। mizanur rahman