4 April- 2025 ।। ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ


নৌকার মাঝি হওয়ার দৌড়ে যুবলীগ নেতা রহিম ভুইঁয়া

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী তালিকার বেশ বড় একটা অংশ থাকবে তরুণদের দখলে। নতুন মুখগুলোর বেশির ভাগই সাবেক ছাত্রলীগ,যুবলীগ,
স্বেচ্ছাসেবক লীগ ও বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা।
এ ছাড়া আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও রয়েছেন মনোনয়ন দৌড়ে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় মাঠপর্যায়ে কাজ শুরু করে দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।নিজ নিজ সংসদীয় আসনে মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং জনপ্রিয়তা অর্জনে তারা এলাকায় যাচ্ছেন,গণসংযোগ করছেন। বিভিন্ন উৎসব উপলক্ষে নবীন-প্রবীণ মনোনয়নপ্রত্যাশী সব নেতার নজর এখন এলাকার দিকে।

নির্বাচন সামনে রেখে ২৭ কুড়িগ্রাম ০৩ উলিপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহিম ভুঁইয়া,অনেক দিন আগে থেকেই এলাকায় যাওয়া-আসা করছেন।বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন অনবরত।একটু সময়-সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন
দলীয় নেতাকর্মীদের কাছে,পাশাপাশি নিয়মিত এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক অনুষ্ঠানে।অসহায়দের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বিভিন্ন দুর্যোগে।

ক্ষমতাসীন দলের মনোনয়নপ্রত্যাশী এই নেতা এলাকায় ইতিমধ্যে বেশ আলোচিত হয়ে উঠেছেন।মনোনয়নের দৌড়ে অন্যান্য প্রার্থীদের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন তিনি।২৭ কুড়িগ্রাম ০৩ উলিপুর আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহিম ভুঁইয়া,১৯৭৫ সালের ১০ মে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন।তিনি ১৯৮৮ সালে তার স্কুল জীবনেই রাজনৈতিক হাতে খড়ি শুরু ও একই বছর রাজনৈতিক পারদর্শীতার কারণে তার বিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পরবর্তীতে (১৯৯০-৯২)তেজগাঁও কলেজ,শাখা,ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়ে প্রথম ছাত্র সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেন।

একই সাথে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের তেজগাঁও থানা শাখা’র প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ১৯৯২ থেকে ৯৪ সাল ঢাকা মহানগর উত্তর শাখা, ছাত্রলীগের সহ সম্পাদক এর দায়িত্ব পালন করেন(অশ্রু-সাচ্চু কমিটি)।১৯৯৪-১৯৯৮ সাল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য ও কেন্দ্রীয় দপ্তর উপ কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।১৯৯৮-২০০২ সালে,সদস্য নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেন।২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত,ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এর দায়িত্ব পালন করেন।তার চলমান রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বর্তমানে,কার্য নির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সদস্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন তাছাড়াও তিনি আওয়ামী অনলাইন বোর্ড এর সদস্য হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Authorized ।।
বিজ্ঞাপন


More News Of This Category


September 2022
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


সম্পাদকঃ মোহাম্মদ হৃদয় খান
নির্বাহী সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান.
সহকারী সম্পাদকঃ মোঃ সোহেল
অফিস ঠিকানাঃ
সেক্টর নং-১০,রোড নং-২৩,বাসা নং-৪৩
উত্তরা ঢাকা ১২৩০
মেইলঃ sangbadprto@gmail.com
ফোন নাম্বারঃ ০১৭০১৮৮৬৭৬৬ ০১৯১১৫৫৮৮৬৩।
টপ
অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা’অপারেশন ডেভিল হান্ট’-এর লক্ষ্য-স্বরাষ্ট্র সচিব আজ থেকে‘অপারেশন ডেভিল হান্ট’শুরু টিজেসি সভাপতি মোস্তাফিজ সম্পাদক ঢালী আনসার বাহিনীকে আরো প্রশিক্ষিত করে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা কালিয়াকৈরে পুলিশের জমি আত্মসাদ,গ্রেপ্তারি পরোয়ানার পরেও আসামী ধরা-ছোয়ার বাহিরে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা রাতের আঁধারে ১০ মেট্রিক টন বই চুরি!