রাজধানীর উত্তরা জোনের তুরাগ থানাধীন কামারপাড়া ভাটুলিয়া এলাকায় নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক) জোন-৩।অভিযানে ভবন ও প্রতিষ্ঠানের অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়।
সোমবার রাজধানীর তুরাগ কামারপাড়া ভাটুলিয়া ২৪নং রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্র ও অথরাইজড অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারওয়ারে নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে নকশা বহিভূতসহ অবৈধভাবে ভবন নির্মাণের কারণে আনোয়ার হোসেনর বিল্ডিং ভেঙ্গে ফেলা হয়।সঠিক জ্ঞানের অভাবের কারণে স্বপ্নের বাড়ী হারাতে হয় আনোয়ার হোসেন কে।কান্না জড়িত কন্ঠে আনোয়ার হোসেন বলেন,আমি জানিনা কেন আমার বিল্ডিং ভেঙ্গে ফেলেছে।তিলতিল করে ঘরে তুলা আমার স্বপ্নের বিল্ডিং নিমিশেই শেষ হয়ে গেলো।
আনোয়ার হোসেনের মেয়ে মোছাঃ আঞ্জুমান বলেন,কি ভাবে কি হয়েছে জানিনা,আমার স্বামীর দোকানের মাল গুলো সরানোর সময় পর্যন্ত দেওয়া হয়নি।আমাদের বিল্ডিং ভেঙ্গে দেওয়ার সময় তাদের সাথে কথাও বলতে দেয়নি।কোথায় কি সমস্যা হয়েছে বুঝে উঠতে পারছিনা,একেবারে আমাদের কে শান্ত করে দিয়ে গেছে।
উচ্ছেদ কার্যক্রমে রাজউকের জোন-৩ উত্তরা এর অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম সহ উপস্থিত ছিলেন, অথরাইজ অফিসার জোন ৩/১ ইমরুল হাসান,অফিসার জোন ৩/৩ রড্মন মন্ডল ও সহকারী অথরাইজড অফিসার আতাউর রহমান শেখ সহ অন্যান্য কর্মকর্তারা।
Authorized ।। sangbadporto.com