নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখানে অনিশ্চিত এক শিক্ষার্থীর পরিক্ষা নিশ্চিত করে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ।উত্তরখানের’উত্তরখান হাই-স্কুল কেন্দ্রে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার প্রথম দিনে ওসির উদারতায় রাব্বি ইসলাম নামের এক ছাত্র পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
জানা যায়,রাব্বির মা হাসপাতালে ভর্তি।যার কারণে এসএসসি পরিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্র সংগ্রহ করতে পারেনি রাব্বি।সরাসরি হাসপাতাল থেকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র ছাড়াই পরিক্ষা কেন্দ্রে চলে আসেন।
পরিক্ষার্থী রাব্বি ইসলাম বলেন,’আমি দক্ষিণখানের বেলায়েত হোসেন আদর্শ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার্থী।কিন্তু আমার মা হাসপাতালে ভর্তি থাকায় প্রবেশপত্র,রেজিস্ট্রেশন কার্ড ছাড়াই সরাসরি হাসপাতাল থেকে উত্তরখান হাইস্কুলের পরিক্ষা কেন্দ্রে আসি।পরে উত্তরখান থানা পুলিশের সহযোগীতায় এবার এসএসসির প্রথম পরিক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি।নাহলে আজ আমার পরিক্ষাই দেওয়া হত না।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ বলেন,’শিক্ষার্থী রাব্বির প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড না থাকায় সে কোন ভাবেই কেন্দ্রে প্রবেশ করতে পারছিলনা পরে তার বিষয়টি জানার পর হাইস্কুলের প্রধান শিক্ষক এবং এসি ল্যান্ড স্যারকে অবগত করে কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করে দেই।পরে তার পরিক্ষা হলেই তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে নিয়ে এসে পৌঁছিয়ে দেই।
Authorized ।। mizanur rahman