মোঃকামাল মৃধাঃসংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রিশিবপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আঞ্চলিক সড়ক। বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বেহাল দশার এই সড়কটিতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হলেও শুরু হয়নি সংস্কারকাজ।
মূল সড়কটি দিয়ে প্রতিদিন ট্রাক, অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেলসহ ছোট বড় অনেক যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত।
খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলছে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন,সেন্টআলফেড স্কুল এন্ড কলেজ ও সোফরননেছা মাধ্যমিক বিদ্যালয় ও বজলু রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এই রাস্তা থেকে প্রতিদিন যাতায়াত করছে।
একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছে এই শিক্ষার্থীরা, একটু বৃষ্টি এলেই হাঁটু পর্যন্ত পানি, প্রায় সময়ে ঘটছে নানান দুর্ঘটনা।
জনপ্রতিনিধিরা বলছে বার জানানো হচ্ছে তারও কোন ব্যবস্থা নিচ্ছে না সড়ক বিভাগ। সংস্কার করার আশ্বাস দিলেও কাজের কিছুই হচ্ছে না বলে অভিযোগ
সচেতন মহলের, দ্রুত কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা। পথচারীরা। একটু বৃষ্টি হলেই সড়কের গর্ত পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়। বেহাল এই সড়কে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। বরিশালের যাবার সহজ যোগাযোগ এই রাস্তা। অথচ, রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে। আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে।