ডেস্ক রিপোর্টঃউত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টরের ১১ নং সড়কের ২৬ নম্বর বাসার সামনে থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ক্যারিবয় গাড়ী (ঢাকা মেট্রো ঠ ১১-৯৩০৪) গাড়ী জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ী হলেন, পটুয়াখালী জেলার আনোয়ার মাতুব্বরের ছেলে ইউসুফ মাতুব্বর।
এ বিষয়ে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি নোমান আহমদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে মাদক পরিবহণের ব্যবহৃত একটি ক্যারিবয় গাড়ীসহ মাদক ব্যবসায়ী ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৫১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।’
সিনিয়র এএসপি নোমান আহমদ বলেন,এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
Authorized ।। mohammed hridoy