ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানন,সন্ধ্যা ৭ টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের একটি বগিতে উঠার জন্য ঝুলছিলেন ওই বৃদ্ধ।এরপর হঠাৎ তিনি ট্রেন লাইনের উপর পড়ে যান।এসময় ট্রেনটি তার শরীরের উপর দিয়ে চলে যায় এবং শরীর দ্বিখন্ডিত হয়।
মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান আলী জানান,মরদেহটি উদ্ধারের জন্য যশোর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।সাময়িক ভাবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখে অন্য একটি লাইনে চলাচল স্বাভাবিক রয়েছে।
Authorized ।। mizanur rahman