সোহের রানা:২০২১-২০২২ বিশ্বজনসংখ্যা দিবস বাস্তবায়নে পরিবার পরিকল্পন, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন’কে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও ভরপাশা ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ পরিষদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বরিশাল পরিবার পরিকল্পনার উদ্যোগে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. অহিদুর রহমান, সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুস সালাম। এসময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাকেরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও ভরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন সদা হাস্যজ্জল মাটি ও মানুষের নেতা। তাই তিনি এলাকাবাসীর কাছে আস্থার প্রতিক হিসেবে পরিচিত লাভ করেছেন। আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে এলাকার মানুষের পাশে থাকাই এ মানুষটির লক্ষ্য। কোন কিছুর লোভ লালসা আর হিংসা তাকে আক্রমণ করতে পারেনি। এসব কারণেই এলাকার অনেকেই প্রশংসা করেন তার। ভরপাশা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান এর সুযোগ্য সন্তান আশরাফুজ্জামান খান খোকন।
ছোটবেলা থেকেই তিনি মানুষের দু:খ দুর্দশায় নিজেকে সর্বদা ব্যস্ত রেখেছেন। বিবেকের ব্যাকুলতায় যখন যেভাবে পেরেছেন অসহায়দের পাশে দাড়িয়েছেন। অক্রিতিম বিবেক বোধ ও মুক্তিযুদ্ধের চেতনা দেশত্ববোধের গভিরতার টানে তিনি নিজেকে জড়িয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে। রাজনৈতিক জীবনের একাধিকবার হামলা-মামলার শিকার হন তিনি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতি মিশে আছে তার হৃদয়ে।সাবেক সরকারি বাকেরগঞ্জ কলেজের ভিপি ও ভরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সারা জীবন মানুষের সেবা করতে চাই। তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন