23 December- 2024 ।। ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ


বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো যখন ডাক্তার

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট(স্যাকমো)মিরাজ আহম্মেদ নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন।ফলে ফায়দা লুটছে স্থানীয় ক্লিনিক মালিকরা।এতে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী।চিকিৎসায় অবহেলা,অর্থ আদায়,রোগী ও রোগীর অভিভাবকদের সঙ্গে রূঢ় আচরণ করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট(স্যাকমো)মিরাজ আহম্মেদ এর বিরুদ্ধে।শুধু তাই নয়,রোগী বাণিজ্য করে ক্লিনিক ও প্যাথলজি থেকে নানা উপঢৌকন গ্রহণ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্লিনিক মালিক জানান,আমাদের ক্লিনিকে রোগীদের পাঠিয়ে টেস্ট করানো বাবদ ২০১৯ সালের অক্টোবর মাসে ৭৭৫১০ টাকার মোট টেস্ট করানো হলে পার্সেন্টিস হিসেবে ২৩,২৫৩ টাকা মিরাজ আহম্মেদ নিয়েছেন।এছারাও ২০২০ জানুয়ারি মাসে ৯,৭৬৫ টাকা, ২০২০ সালে মে মাসে ১,৯৫০ টাকা,২০২১ মার্চ মাসে ৩,২২৫ টাকা ২০২১ এপ্রিল মাসে ৪,৮৩৭ টাকা,২০২১ মে সাসে ৮,৫৮৭ টাকা,২০২১ জুন ১৭,১৬২ টাকা,২০২১ জুলাই ১০,৬৮৮ টাকা,২০২১ অগস্ট ৪,৬১২ টাকা ২০২১ সেপ্টেম্বর ৫,৫৮৭ টাকা,২০২১ অক্টোবর ৩,৬২৫ টাকা, ২০২১ মাসে ৫,০৬২ টাকা ২০২১ ডিসেম্বর ৬,৮৬২ টাকা টেস্ট করানো বাবদ পারসেন্টিস নিয়েছেন।

অনুসন্ধানে আরো জানা যায়,২০২২ সালের ২১ মার্চ জাহানারা(৪৫)নামের এক রোগীকে রোগ নির্ণয়ের জন্য পাঁচটি টেস্ট কিডনি টেস্ট, আলট্রাসনোগ্রাফি,ব্লাড টেস্ট সিবিসি,এক্সরে,ইসিজি দিয়ে থাকেন।অথচ ঐ রোগীর টেস্ট করানোর পরে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। বছরের পর বছর সাধারন রোগীদের সাথে প্রতারনা করে আসলেও কোনো কার্যকারী ব্যাবস্থা গ্রহন করছে না কর্তৃপক্ষ।অনুসন্ধানে দেখা যায়, ২০২০ সালে গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের এক রুগীর হাতে সামান্য চোট লাগায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে বাণিজ্যিক উদ্দেশ্যে তার হাতে পাকা প্লাস্টার করে ২ হাজার টাকা গ্রোহন করেন।পরবর্তীতে অন্য ডাক্তার দেখালে তার হাতে প্লাস্টার করার মত কোন ইনজুরির সত্যতা মেলেনি।এ বিষয়ে জেলা সিভিল সার্জন অফিসে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট মিরাজ আহম্মেদের বিরুদ্ধে ভুক্তভোগী অভিযোগ করলেও কোনো ব্যাবস্থা গ্রহন করেনি কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: ফজলে রাব্বী আবাসিক মেডিকেল অফিসার জানান,এই ধরনের অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট মিরাজ আহম্মেদকে একবার বদলি করে দূর্গাপাশা পাঠানো হয়।যখন জরুরী বিভাগে কর্মরত এমবিবিএস ডা: পাশের রুমে রেস্টে থাকেন তখন মিরাজ রুগী দেখেন এবং নির্দিষ্ট একটি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করানোর জন্য রুগী পাঠান।এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট মিরাজ আহম্মেদ জানান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিএইচ স্যার যদি আমাকে রুগী দেখতে মানা করেন তাহলে আমি রুগী দেখবো না।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী জানান,জরুরী বিভাগে সবসময় কর্মরত ডা:থাকেন।উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট যদি রুগী দেখেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

Authorized ।।
বিজ্ঞাপন


More News Of This Category


June 2022
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


সম্পাদকঃ মোহাম্মদ হৃদয় খান
নির্বাহী সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান.
সহকারী সম্পাদকঃ মোঃ সোহেল
অফিস ঠিকানাঃ
সেক্টর নং-১০,রোড নং-২৩,বাসা নং-৪৩
উত্তরা ঢাকা ১২৩০
মেইলঃ sangbadprto@gmail.com
ফোন নাম্বারঃ ০১৭০১৮৮৬৭৬৬ ০১৯১১৫৫৮৮৬৩।
টপ
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র গণসমাবেশ ১১ নং ভরপাশা ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালী ও আলোচনা সভা কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমা দুই পর্বে ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি ও ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যা মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেপ্তার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া-স্বরাষ্ট্র উপদেষ্টা সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে বিএনপি নেতা মোস্তফা জামান