ফরিদপুর প্রতিনিধিঃ মানবতার ফেরিওয়ালা হয়ে সমাজের বিভিন্ন স্থরে কাজ করে ভূমিকা রেখে যাচ্ছেন মোহাম্মদ আবুল কালাম শেখ।অন্যেকে সুখী করে নিজে সুখ খুজে পায় এমনটিই বলেছেন তিনি।ফরিদপুর শিবরামপুর আর ডি একাডেমি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত স্নেহধন্য এতিম ৫৭ জন ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বেতন জুন মাস পর্যন্ত পরিশোধ করেছেন।তিনি গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু হয়ে সারা জীবন বেছে থাকার চেষ্টা করছেন।তিনি ৫৭ জন গরীব ও এতিম ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতেও স্কুলের বেতন পরিশোধ করার ইচ্ছা প্রকাশ করছেন।তিনি সবার কাছে দোয়া ছেয়েছে ও জানিয়েছেন এ সকল মানুষের পাশে থেকে তিনি আনন্দ পায় তাই তিনি বললেন সব কাজেই যেনো পাশে থাকতে পারি সেই চেষ্টা করছি।মানুষ মানুষের জন্য মানুষের ভালোবাসা নিয়ে সারা জীবন থাকতে চাই।আল্লাহ যেনো আমাকে কাজ করার সুযোগ দেন।
Authorized ।। mizanur rahman