সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন,প্রকৃতিগত ভাবেই মানুষ সুন্দরের পূজারী।সে তার সৌন্দর্যকে সঠিকভাবে প্রকাশ করতে চায় তা সে নারী হোক বা পুরুষ হোক।দিনে একবার হলেও আয়নায় নিজের চেহারা দেখে না,এমন মানুষ খুঁজে পাওয়া ভার।সৌন্দর্যপিপাসু মানুষের সৌন্দর্যকে সঠিকভাবে উপস্থাপনের বা পরিস্ফুটনের মূল কারিগর বিউটিশিয়ানরা।তবে মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ বেশি জরুরি।প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে হোয়াইট বাংলা ও এটিএন বাংলার যৌথ আয়োজনে’বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’এর মিরপুর জোনের ফ্রি প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন,বর্তমানে আয়বর্ধক পেশা হিসাবে বিউটিশিয়ান ও মেকাপ আর্টিস্টদের যথেষ্ট কদর রয়েছে এবং দ্রুত এর প্রসার ঘটছে।তাই এ খাতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারও বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছে।’বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলা’র প্রধান নির্বাহী কর্মকর্তা তূর্য নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার,বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন’বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’এর মূল সমন্বয়কারী হৃদয় সরকার।
Authorized ।। mizanur rahman