ফরিদপুর শিবরামপুর এলাকায় নিজ উদ্যোগে মানবিক কাজ করে যাচ্ছেন মোহাম্মদ আবুল কালাম শেখ।নিজে নিজে বাড়ি বাড়ি গিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।গত ১০/০৫/২০২২ ইং তারিখে স্কুল ছুটি হওয়ার পর,বাড়িতে যাওয়ার পথে শিবরামপুর রান ইন্ডাস্ট্রি এর সামনে একটি সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়ে ছিলেন।শিবরামপুর আর ডি একাডেমি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আরাফাত ও দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ ফারজানা আক্তার।চিকিৎসা করানোর পর তারা দুজনে এখন সুস্থ আছে।
আবুল কালাম শেখ মানবতার দূত হয়ে আজ ২২/০৫/২০২২ ইং দুজনের নিজ বাসভবন নিজে গিয়ে তাদের খোজ খবর নেন ও দুর্ঘটনার শিকার মোহাম্মদ আরাফাত ও ফারজানা আক্তার এর পরিবার কে কিছু নগদ অর্থ প্রদান করেন।আবুল কালাম বলেন তিনি সারা জীবন গরিব দুঃখী ও মেহনতী মানুষের পাশে থাকতে চান।তাদের পাশে থেকে কাজ করতে চান।সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।
Authorized ।। sangbadporto.com