চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরওয়ানা মূলে মোট ১১ জন আসামীকে গ্রেপ্তার পূর্বক ইং-২১/০৫/২০২২ তারিখ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামীরা হলেন ১.মোঃ জাহাঙ্গীর আলম(প্রোঃ মেসার্স কিরণ ফার্মেসী শিবতলা মোড়)মোঃ তাইজুদ্দীন আহমদ এর ছেলে চাঁইপাড়া চরজোতপ্রতাপ গ্রামের থানা-জেলা চাঁপাইনবাবগঞ্জ।২. মোঃ মশিউর রহমান,মোঃ মুক্তার হোসেনের ছেলে আমনুরা বাজার,থানা-জেলা-চাঁপাইনবাবগঞ্জ,৩.মোছঃনাসরিন,স্বামী মোঃ কেতাবুর,দিয়াড় ধাইনগর বালু গ্রামের থানা-জেলা,
চাঁপাইনবাবগঞ্জ,৪.মোঃ আসলাম মিন্টু,আলহাজ্ব তাজেমুল এর ছেলে,মহারাজপুর জোড়া বকুলতলা এলককার থানা-জেলা- চাঁপাইনবাবগঞ্জ,
৫.মোঃ রায়হান(৩৭),আ.রশিদ এর ছেলে আরামবাগ এলাকার থানা-জেলা-চাঁপাইনবাবগঞ্জ,৬.মোঃ সৈয়দ নজরুল ইসলাম @ মাসুদ,মোঃ নুরুল ইসলাম এর ছেলে আরামবাগ মসজিদপাড়া এলাকার থানা-জেলা-চাঁপাইনবাবগঞ্জ,৭.মোঃ নুরে আলম (সৈকত),মোঃ মজিবুর রহমান এর ছেলে কল্যানপুর এলাকার থানা-জেলা-চাঁপাইনবাবগঞ্জ,৮.মোঃ সেমালী বেগম,আনারুল ইসলাম,এর ছেলে,চর মোহনপুর জামাইপাড়া এলাকার থানা-জেলা-চাঁপাইনবাবগঞ্জ,৯.মোঃ আনারুল ইসলাম,মৃত কালু টুকনির ছেলে চর মোহনপুর জামাইপাড়া এলাকার থানা-জেলা- চাঁপাইনবাবগঞ্জ,১০.নাহিদ ওরফে মো.নাহিদ রানা(২২),মো. শাহ আলম এর ছেলে বারঘরিয়া জামাদারপাড়া এলাকার থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ,১১.১.মোঃ মুখলেশুর,মোঃ জারজিস আলীর ছেলে দেবীনগর উজ্জল টোলা এলাকা থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
Authorized ।। sangbadporto.com