রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেট এলাকা থেকে ১ হাজার ১৯৫ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।গ্রেপ্তারকৃতর নাম মোঃ মিজানুর রহমান সুমন(৪৫)।সে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ঠাকুরচর(বেপারীবাড়ী) আব্দুল রাজ্জাক ব্যাপারীর পুত্র।আজ শনিবার দুপুরে র্যাব-১,উত্তরা,সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার)নোমান আহমদ এসব তথ্য জানান।
তিনি জানান,র্যাব-১,উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,অজ্ঞাতনামা এক মাদক ব্যবসায়ী রাজধানীর গুলশান থানার গুলশান-২ ডিএনসিসি মার্কেটের দক্ষিণ পার্শ্বে নির্মানাধীন ইকবাল টাওয়ার এর সামনে অবৈধ মাদকদ্রব্য বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে একটি প্রাইভেটকার নিয়ে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি টীম আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে গুলশান-২ এর ওই স্হানে ঝটিকা অভিযান চালিয়ে মোঃ মিজানুর রহমান সুমন (৪৫) নামে মাদককারবারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।বর্তমানে সে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার, কাথোরা এলাকার ছোহরাব মিয়ার বাড়ীর ভাড়াটিয়া বলে জানা গেছে।
র্যাব-১ এর সহকারী পরিচালক জানান,এসময় তার নিকট থেকে ১১৯৫ ক্যান বিয়ার,একটি প্রাইভেটকার,একটি মোবাইল ফোন,একটি মানিব্যাগ ও নগদ-১৬৫০ টাকা উদ্ধার মূলে জব্দ করা হয়।জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে পেশাদার মাদক সিন্ডিকেটের একজন সদস্য।এছাড়া সে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন স্হানে মাদক ব্যবসা করে আসছিল।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
Authorized ।। sangbadporto.com