১২ই মে বিএনপি-জামায়াতের ডাকা বিক্ষোভ সমাবেশের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করেন ঢাকা ১৮ আসনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর উত্তরা আজমপুর আমির কম্প্লেক্সের সামনে ১৮ আসনের নেতা কর্মীদের উপস্থিতিতে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের নেতা বলেন আগে নেতা নির্বাচন করেন পরে আন্দোলনে নামেন।
এ সময় এমপি হাবিব হাসান আরো বলেন,আপনারা রাজনিতি করেন নিজের জন্য জনগনের কথা আপনারা কখনোই ভাবেন না।জনগনের পাশে দাঁড়ান তাদের সুখ দুঃখের খবর নিন তাদের বুঝতে শিখেন আপনারা বিএনপির লোকজন আন্দোলনের নামে নির্বিচারে গাড়ি ভাঙচুর চালান মানুষ খুন করেন আপনাদের কে জনগন এখন আর চায় না,পারলে আগামীতে নির্বাচনে এসে জয়ী হয়ে জনগনের হয়ে কাজ করেন আমরা সেটাই দেখতে চাই।আওয়ামীলীগ সরকার উন্নয়নের রোল মডেল জনগণ তা উপলব্ধি করে।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মতিউল হক মতি ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম তোফাজ্জল হোসেন,ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের কার্যকরী সদস্য রবিউল ইসলাম রবি,ফয়েজ আহাম্মেদ,বিমানবন্দর থানা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল,খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি আসলাম,উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক মতিউর রহমান,উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারুল ইসলাম রবিন,সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী কাক্কা,তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি হালিম সহ ঢাকা ১৮ আসনের অন্তর্গত বিভিন্ন থানার সভাপতি ও সাধারন সম্পাদক এবং আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
Authorized ।। mizanur rahman