নিজস্ব প্রতিনিধি:রাজধানী সহ সারাদেশে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য কাজ করে যাচ্ছে বেসো ফাউন্ডেশন নামে সামাজিক সংগঠন। এরই ধারাবাহিকতায় আজ উত্তরায় ২০০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে বেসো ফাউন্ডেশন।(বুধবার ) বিকেলে রাজধানীর উত্তরা ১৪নং সেক্টর মাঠে সংগঠনটির পক্ষ থেকে আশপাশের এলাকার প্রায় দুইশো মানুষের হাতে ইফতার ও প্যাকেট ভর্তি ঈদ সামগ্রী তুলে দেন সংগঠনটির সদস্য ও নেতৃবৃন্দরা।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও তরুণ সমাজসেবক মো. রাইসুল ইসলাম লিটন।আরো উপস্থিত ছিলেন -বেসো ফাউন্ডেশনের মুখপাত্র -অপুর্ব সায়মন, নির্বাহী সদস্য -মনির হোসেন সহ বেশ কয়েকজন সদস্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।হতদরিদ্র এসব মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়ার সময় বেসো ফাউন্ডেশনের নির্বাহী সদস্য -মনির হোসেন বলেন, ‘করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় আমরা সব সময় অভাবগ্রস্থদের পাশে ছিলাম এখনো আমাদের সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমরা এ পর্যন্ত সারাদেশে অনেক জেলাতে হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে সক্ষম হয়েছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা এই এলাকাতেও দুঃস্থ মানুষদের মাঝে এসব সামগ্রী তুলে দিতে পেরেছি।দুঃস্থ নারী-পুরুষ, ভিক্ষুকসহ ছিন্নমূল এসব মানুষের হাতে হাতে ইফতার সামগ্রী তুলে দেয়ার পর সংগঠনটির সদস্য অপূর্ব সায়মন বলেন- কোভিডের কারণে আজকে মানুষ দুর্দশাগ্রস্থ এবং মানুষজন আর্থিক সংকটে ভুগছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে ফাউন্ডেশনের মাধ্যমে যাবতীয় খরচ বহন করা। কিন্তু, বর্তমান সময়ে আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারের পাশাপাশি অসহায় মানুষদের সহায়তার জন্য ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি
Authorized ।। sangbadporto.com