“জেগে ওঠো বাংলাদেশ”একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন।সংগঠনটি সমাজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছে।জেগে ওঠো বাংলাদেশ এর উদ্যোগে সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তিবর্গ কে নিয়ে উত্তরা ব্রকলি রেস্তোরাঁয় ইফতার দোয়া ও পাঞ্জাবী বিতারনের আয়োজন করেন।উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল খান,উত্তরা প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং উত্তরায় বসবাসরত সিনিয়র জুনিয়র সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন ব্যক্তিবর্গ।জেগে ওঠো বাংলাদেশ এর পক্ষে অনুষ্টানটি আয়োজনে ছিলেন সাংবাদিক মোহাম্মাদ হৃদয় খান ও সাংবাদিক মোঃ মানিক।
“জেগে ওঠো বাংলাদেশ”এর কর্ণধার ও প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতি সাংবাদিক জেমস্ একে হামীম সাহেবের নিরলস প্রচেষ্টায় জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্টানটি পরিচালনা করা হয়।দোয়া ও ইফতারের শেষে কিছু সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতারন করা হয়।সভাপতি জেমস্ একে হামীম বলেন প্রতি বছরের ন্যায়ে আমরা এই অনুষ্টানটি করছি।আমি আত্মবিশ্বাসী আমার এ প্রচেষ্টা ধারাবাহিক ভাবে চলবে।জেগে ওঠো বাংলাদেশ এর সভাপতি আরও বলেন আপনারা আমার ডাকে সারা দিয়েছেন আমি অনেক সন্তুষ্ট,আমি চাই আপনাদের ভালোবাসা।আপনাদের ভালোবাসায় আমার চালিকা শক্তি।উত্তরা ব্রকলি রেস্তোরাঁয় জমকালো আয়োজনে অনুষ্টানটি পরিচালনা করেন সাংবাদিক মোঃ মিজানুর রহমান (অভি)।
Authorized ।। mizanur rahman