23 December- 2024 ।। ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ


হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২২

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত ১১টি শাখা নিয়ে ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরা”হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসবের আয়োজন করা হয়।সকাল থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকে কোমলমতি ছাত্ররা।তাদের বেশির ভাগই ছিল হাফেজ,কুরআন তিলাওয়াতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।সুরের মুর্ছনায় শিহরিত হয়ে উঠে মঞ্চ,এ যেন এক ব্যতিক্রমি আয়োজন।ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ভিড় জমায় শত শত মাদরাসা পড়ুয়া ছাত্র।ব্যানার ফেস্টুনে সাজানো হয় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাকে।প্রতি বছরের ধারাবাহিকতায় এবার ১১তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব হলো।সোমবার সকাল ৮টা থেকে শুরু করে দিনব্যাপী চলে এই আয়োজন।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালিত ঢাকা কেন্দ্রিক ১১ টি শাখর মোট ২৩৭ জন হিফয সমাপনকারী ছাত্রকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।সেই সঙ্গে হাফেজ ছাত্রদের পিতা-মাতাকেও পুরষ্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফাদিলাতুস শায়েখ কামাল উদ্দীন জাফরী,প্রতিষ্ঠাতা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফাদিলাতুশ শায়েখ মুহাম্মদ শাহজাহান মাদানী,প্রিন্সিপাল মিসবাহুল আলম কামিল মাদরাসা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন মানব জাতীর মুক্তির সনদ একমাত্র আল কুরআন।তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগ আলেম ওলামাদের উৎসাহ প্রদান করবে।অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফাদিলাতুশ শায়েখ ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফ,প্রিন্সিপাল মহাখালী হোসাইনীয়া কামিল মাদরসা।ফাদিলাতুশ শায়েখ ড.মুহাম্মদ মানযুরে ইলাহী,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিব্য ও ইসলামী চিন্তাবিদ। ফাদিলাতুশ শায়খ হাফেয মুফতী মুহিব্বুল্লাহ বাকী নদবী,পেশ ইমাম,বাইতুল মুকাররাম জাতীয় মসজিদ।

ফাদিলাতুশ শায়েখ আবদুস সালাম মাদানী,ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কুরআন।ধন্যবাদ জ্ঞাপন করেন মো:আসলাম মিয়া, সিনিয়র ডিরেক্টর তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন।অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

Authorized ।।
বিজ্ঞাপন


More News Of This Category


April 2022
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


সম্পাদকঃ মোহাম্মদ হৃদয় খান
নির্বাহী সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান.
সহকারী সম্পাদকঃ মোঃ সোহেল
অফিস ঠিকানাঃ
সেক্টর নং-১০,রোড নং-২৩,বাসা নং-৪৩
উত্তরা ঢাকা ১২৩০
মেইলঃ sangbadprto@gmail.com
ফোন নাম্বারঃ ০১৭০১৮৮৬৭৬৬ ০১৯১১৫৫৮৮৬৩।
টপ
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র গণসমাবেশ ১১ নং ভরপাশা ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালী ও আলোচনা সভা কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমা দুই পর্বে ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি ও ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যা মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেপ্তার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া-স্বরাষ্ট্র উপদেষ্টা সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে বিএনপি নেতা মোস্তফা জামান