নিজস্ব প্রতিবেদনঃবরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড খেজুরা ভরপাশা গ্রামে গতকাল রাত ৯ টা ২৫ মিনিটে জেলা ডিবির বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কৌশলে ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
তাদেরকে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। ডিবি পুলিশের সাব-ইনসপেক্টর রাজীব দাস সনেট বাদী হয়ে মাদকদ্রব্য নিয়নত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করেন। মামলা নং-১০। আসামিরা হলেন, রঙ্গশ্রী ইউপির ১ নং ওয়ার্ড ফালাঘর গ্রামের আবুল বাদশার পুত্র শফিকুল ইসলাম(১৯)পৌরসভার ৮ নং ওয়ার্ডের শোহরাফ হাওলাদার এর পুত্র স্বপন হাওলাদার ( ৩৬)।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আআলাউদ্দিন মিলন জানান, মাদকবিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সাথে যাহারা জড়তি সে যতবড় প্রভাবশালী হোক না কেন কোন ছাড় দেওয়া হবে না।