মুহা.সফিকখান:বাকেরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনহারা পরিবারকে সান্ত্বনা দিতে পৌরসভাসহ আশেপাশের কয়েকশত নারী-পুরুষ ছুটে আসেন। এ সময় কান্নার রোলে ভারি হয়ে ওঠে পৌরসভার ১নং ওয়ার্ডের আকাশ-বাতাস। মর্মান্তিক এ দুর্ঘটনা কিছুতেই যেনো মেনে নিতে পারছেন না তারা।জানা যায়, ৭ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে বাকেরগঞ্জ টু বরগুনার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কের পৌরসভার ১নং ওয়ার্ডের ডাকুয়া বাড়ি মসজিদ সংলগ্ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা পিলারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন তিনি।পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ রুনসী এলাকার বাসিন্দা শেখ খলিলুর রহমান লোটাসের ছোট ছেলে শেখ মাহফুজ (১৭) কে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে মারা যান তিনি।বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা সত্য রঞ্জল খাসকেল জানান, বাকেরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহফুজ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন। ঘটনাস্থানে পুলিশ পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আমরা লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।
Authorized ।। sangbadporto.com