গাজীপুর প্রতিনিধিঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি।শুক্রবার(১ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে গাজীপুরের রাজবাড়ী মাঠে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন,গাজীপুর সিটি কর্পোরেশনের আটটি থানায় আটটি ট্রাক ও বাস ষ্ট্যান্ড নির্মাণ করা হবে।গাজীপুরে থমকে যাওয়া কাজ গুলি সচল রাখার জন্য তিনি সিটি কর্পোরেশনের মেয়রকে ধন্যবাদ জানান।তিনি আরো বলেন,কোথায় কি করবো সেটার একটি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে।তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের কাছে অনুরোধ করে বলেন,বাংলাদেশের ৬৪টি জেলার মানুষ গাজীপুরে বসবাস করেন তাদের যেন নাগরিক সুবিধা পেতে কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের গাজীপুর শাখার সহ-সভাপতি শামসুন্নাহার ভূইয়া এমপি।গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র(ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত সচিব ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম,জেলা প্রশাসক গাজীপুর আনিসুর রহমান,সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ এডভোকেট মোঃ আজমত উল্লা খান,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভাঃ) মোঃ আতাউল্ল্যাহ মন্ডল,উপ-পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন জাকির হাসান,প্যানেল মেয়র (মহিলা) এড.আয়েশা আক্তার,গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারাসহ আরো উপস্থিত ছিলেন,সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ,সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন,প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান কাজল,নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ইব্রাহিম খলিল,নুরুল ইসলাম নুরু,আওয়ামী লীগ নেতা আইয়ুব রানা,এ্যাড. আনোয়ার সাদাত সরকার,সাইফুল ইসলাম ভোলা ও আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।আলোচনা সভা শেষে একটি কনসার্টের আয়োজন করা হয়।এতে গান গেয়ে স্থাপিত মঞ্চ মাতান নগর বাউল জেমস,কোনাল ও অনিক।অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনির ২৫০ জন সদস্যের পাশাপাশি স্কাউট সদস্যসহ দলীয় সেচ্ছাসেবকরা নিয়োজিত ছিলেন।
Authorized ।। mizanur rahman