বাকেরগঞ্জ উপজেলা সদরে বাস স্ট্যান্ড সংলগ্ন বাকেরগঞ্জ টু বরগুনা সড়কের পাশে আল আমিন জামে মসজিদ অবস্থিত।প্রভাবশালীরা প্রকাশ্য দখল খেলায় মেতে উঠেছে।মসজিদের সামনে গেলেই দেখা যাবে দখলদারিত্বের এই দৃশ্য।স্থানীয়দের দাবি কতিপয় দখলদার প্রকাশ্যে গত ২৫ মার্চ রাত ২ টায় মসজিদের অজুখানা ভাঙচুর করেছে।আল আমিন জামে মসজিদের অজুখানা ভেঙ্গে স্টল নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে সঙ্ঘবদ্ধ সিন্ডিকেট।অজুখানার সামনে থাকা চায়ের দোকানদার পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান,গত রাতে আল-আমিন জামে মসজিদের অজুখানা ভেঙ্গেছে পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত্যু মোস্তফা ব্যাপারির পুত্র আল আমিন।
২ নং ওয়ার্ডের মিন্ঠু ও ৭ নং ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের পুত্র জাকির হাওলাদার।দোকানদার আরো জানান,আমার দোকান ঘরটিও ভাঙচুর করেছে এবং ক্যাশ বাক্স থাকা নগদ ৩০ হাজার টাকা ছিল তা খুঁজে পাচ্ছিনা হয়তো তারাই নিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে আল আমিন জামে মসজিদের সভাপতি হারুন-অর-রশিদ ডাকুয়া জানান,মসজিদ কমিটির অনুমতি ছাড়া যাহারা অজুখানা ভেঙেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Authorized ।। mizanur rahman