গাজীপুর মহানগরীর কুনিয়া পশ্চিম পাড়া এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ।গ্রেপ্তারকূতরা হলো-বরগুনার মোঃ হেমায়েত হোসেন ইমন ওরফে হিমু(৩৫),পিরোজপুরের শহীদ হাওলাদার (৪৪),গাজীপুরের আল-আমিন ওরফে মনির হোসেন(৫৫),ভোলার শাহজাহান সাজু(৩০),রগুনার মোঃ আল আমিন(৩৫),বরিশালের মোসাঃ
মিতু(৩৫) ও বরিশালের মোঃ হাবিবুর রহমান(৪৫)।বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরের সভা কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান,গত ২০ মার্চ দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর কুনিয়া পশ্চিম পাড়া এলাকায় রুপু মিয়া সুপার মার্কেটের সিকিউরিটি গার্ডকে জিম্মি করে ৮/১০জন লোক র্যাব পরিচয় দিয়ে অভিযানের কথা বলে বিউটি,জেনারেল স্টোর নামের দোকানে তালা ভাঙ্গে এবং দোকানে থাকা নগদ ২০হাজার টাকাসহ সাড়ে ৪ লক্ষ টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট লুট করে নিয়ে যায়।
পরদিন ২১মার্চ এ ব্যাপারে দোকান মালিক মো.আকতার হোসেন বাদী হয়ে গাছা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।পরে সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ,ও তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ ও ২৩ মার্চ গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত টাকার মধ্যে সাড়ে ৮হাজার টাকা,ডাকাতি কাজে ব্যবহৃত পিক-আপ,বিভিন্ন ব্র্যান্ডের ৭৪৪ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়।এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
Authorized ।। sangbadporto.com