নিজস্ব প্রতিনিধি:স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক এ সিরিজ জয়ে দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দলের এ ঐতিহাসিক জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ও সঠিক দিকনির্দেশনায় বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রতিমন্ত্রী এসময় দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Authorized ।। sangbadporto.com