ডেস্ক রিপোর্ট:মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল এই শ্লোগান নিয়ে তিন দিনব্যাপী শিশু-কিশোর প্রশিক্ষন ক্যাম্প আগামী ২৩মার্চ শুরু হয়ে চলবে ২৫ মার্চ পর্যন্ত। গাজীপুর মহানগরীর গাছার বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
শনিবার(১৯ মার্চ)সকালে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মলনে খেলাঘর আঞ্চলিক শিশু-কিশোর প্রশিক্ষণ উৎসব কমিটির চেয়ারম্যান মো: নুরুজ্জামান লিখিত বক্তব্য জানান, শিশু-কিশোরদের সুস্থ সবল দেহ গঠনে নানা কর্মসূচি দ্বারা দেশ প্রেমিক, প্রগতিশীল, সুন্দর প্রজন্ম করার প্রত্যাশায় শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে তাদের সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ ও নির্মমতা, নির্যাতন রোধসহ শিশু শ্রম,শিশু পাচার বন্ধে খেলাঘর নিরন্তর কাজ করে আসছে।১৫টি জেলার সহস্রাধিক শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প উদ্ভোধন করবেন খেলাঘর চেয়াম্যান শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সার। তিন দিনের প্রশিক্ষণ ক্যাম্পে স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী,সাংসদ শামসুন নাহার ভুইয়া সহ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে খেলাঘর আঞ্চলিক শিশু-কিশোর প্রশিক্ষণ উৎসব কমিটির আহবায়ক রিজভী আহমেদ রিজন,খেলা ঘরের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।